সিলেটের তথ্য প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান আইটি ল্যাব সলিউশন্স লি. এর উদ্যোগে এবং লিডিং ইউনিভার্সিটির সহায়তায় ‘Introduction with the Requirements & Demands of ICT Industry’ বিষয়ক কর্মশালা সোমবার বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের এসি ল্যাবে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় শিক্ষার্থীদের আইসিটি শিল্পে কাজ করতে নিজেদের তৈরি করার জন্য কি ধরনের যোগ্যতা, স্কিল ও ধারনা অর্জন করতে হবে সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা দেয়া হয়। এতে তথ্য প্রযুক্তির এ যুগে আইসিটি সংক্রান্ত বিভিন্ন সেক্টর ও কর্মক্ষেত্রে লোকবল নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর কাজের ধরন, সূযোগ ও চাহিদা সম্পর্কেও বিশদভাবে তথ্য উপাত্তসহ পর্যালোচনা করা হয়।
IT Lab Solutions Ltd. is an information technology service provider in Sylhet. The workshop on ‘Introduction with the Requirements & Demands of ICT Industry’ was held on Monday at AC Lab of CSE Department of the University under its initiative and with the support of Leading University.The workshop gives students a thorough understanding of the competencies, skills and ideas they need to acquire to prepare themselves to work in the ICT industry. In this era of information technology, the type of work, opportunities and needs of the organizations in the recruitment of manpower in various sectors and workplaces related to ICT are reviewed in detail with data.